সৈয়দপুরে নিখোঁজে স্বামীকে খোঁজে পেতে স্ত্রীর থানায় সাধারণ ডায়েরি

জাহিদুল হাসান জাহিদ, নীলফামারীর সৈয়দপুরে মো. আকতার হোসেন (৬১) নামের এক জুতা ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। সে সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড নতুন বাজার সুরকি মহল্লার আলীর পুত্র।

শনিবার (৬ মে) সকাল ১০-৩০ মিনিটে সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ড মুন্সিপাড়া পশ্চিম এলাকা থেকে প্লাজার জুতা ব্যবসায়ী আকতার হোসেন নিখোঁজ হলে তার স্ত্রী মোছাঃশাবানা বেগম নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি জিডি দায়ের করেন।

জিডির বিবরণে জানা যায়, ঘটনার দিন শাবানার স্বামী ( আকতার হোসেন ) সৈয়দপুর প্লাজার দোকান হতে পাঁচ মাথা বাজারে পায়ে হেঁটে যাতায়াতের সময় কোথায় যেন হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করার পর সন্ধান না পেলে সে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। ডায়েরি নং ৩৬২

শাবানা বেগম তার স্বামীকে খোঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেন। আর যদি কোন হৃদয়বান ব্যক্তি তার স্বামী আকতার হোসেনের সন্ধান পান তা হলে উল্লেখিত মোবাইল-০১৭৮৬৯৮৫১৯৯ অথবা ০১৭৩৫৫৯১৩০৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান।