ফটো সেশনে ৯২ এর বন্ধুরা

মো.জাহিদুল হাসান জাহিদ, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের ঈদ আনন্দ আর বন্ধুত্বের বন্ধনকে অটুট ও মজবুত রাখতে অন্য রকম এক চায়ের আড্ডায় মেতে উঠে আমরা এস এস সি -৯২ সৈয়দপুর এর বন্ধুরা।

সোমবার ( ২৪ এপ্রিল ) ঈদের তৃতীয় দিনে সৈয়দপুর ক্যান্ট বাজার সংলগ্ন সেনা কমিনিউটির পাশে এই চা চক্রের আয়োজন করা হয়।

চা-চক্রে আসা সকলে সেনা কমিউনিটির সামনে গল্প আড্ডা সহ ফটো সেশনে মেতে উঠেন।

এসময় উপস্থিত ছিলেন, নুর মোহাম্মদ বাবু, মো.জাহিদুল হাসান জাহিদ,মো.মহিউদ্দীন, মো,পারভেজ, মো.হোসেন,শাহ আলম, আরিফুর আনোয়ার সুমন, লাজ্জু, খাদেমুল বাসার রাজু, গালিব আহমেদ,জয়নাল আবেদীন,নওশাদ. আশরাফ উদ্দিন, শাহানাজ পারভিন শিল্পী, আখি, ফেন্সি, রোজী, রানী,  জামাল উদ্দিন, তুহিন. রনো, আরমান প্রমূখ।