এই ওয়াদা কার্যত বাস্তবায়ণ হবে কত দিনে !

ছবিঃসংগৃহিত
জাহিদুল হাসান জাহিদ, সৈয়দপুর বাসির মুখে এখন একটি কথা পৌরসভা নির্বাচনের সময় মেয়র ও কাউন্সিলরগণ যে ওয়াদা দিয়েছিলেন। তারা নির্বাচিত হলে পৌরবাসীর রাস্তা,ড্রেন ডাস্টবিন যতো জনদুর্ভোগ আছে সব শেষ করে সৈয়দপুর শহরকে মডেল শহরে রূপান্তরিত করা হবে। কিন্তু আজ সৈয়দপুর পৌর পরিষদের দুই বছর পূর্ণ হতে চললো। শহরের প্রধান সড়ক তামান্না সিনেমা হল থেকে গোলাহাট ওয়াপদা মোড় পর্যন্ত নিয়ে শহরের প্রায় সব ওয়ার্ডের অলি-গলির রাস্তার দৃশ্য পূর্বের থেকে বর্তমান আরো বেশি বেসামাল অবস্থায় রয়েছে। আবার ওয়ার্ডের ড্রেন ডাস্টবিন সমস্যা পূর্বেও ছিল,এখনও আছে। পৌরবাসীর জিঙ্গাসা এসব সমস্যা সমাধান করে মেযর ও তাহার পরিষদ পৌরবাসীকে মডেল শহর উপহার দিতে পারবেন কি?
উল্লেখ্য মরহুম মেয়র আখতার হোসেন বাদল যখন মেয়র নির্বাচিত হন। সেই সময় তাকে গণসম্বর্ধনা অনুষ্ঠানে সর্ব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আসাদুজ্জান নুর এমপি তার বক্তব্যে সৈয়দপুরের সাবেক এক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেছিলেন,ভাগ্না তুমি যে ভাবে লক্ষ লক্ষ টাকা দেওয়ার ওয়াদা করছো, এই ওয়াদা বাস্তবায়ণ না করতে পারলে তোমার রাজনীতি হুমকির মধ্যে পড়বে !
একটি গল্প দিয়ে শেষ করছি। গল্পটা এমন, এক ব্যক্তি একটি কাজের জন্য ওয়াদা দিলেন। অপর ব্যক্তি তাহার কথা বিশ্বাস করছিলা না। তাই সেই ব্যক্তি নিজের চোখের উপর হাত রেখে ওয়াদা করেন যে তিনি তার কাজটি করে দিবেন।
এর পর সেই ব্যক্তি বাসায় ফিরলে তার সঙ্গে থাকা আপন জন জানতে চায় বন্ধু তুমি যে চোখরে উপর হাত রেখে ওয়াদা করলে আসলে কি তার কাজটি হবে ? তখন সেই ব্যক্তি বলেন,তুই একটা গাধা। আমি তো চোখের চশমার উপর হাত রেখে ওয়াদা করেছি !