সৈয়দপুরে ঘোন পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

জাহিদুল হাসান জাহিদ, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলা গাড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ড জিয়া চৌধুরী বাজার সংলগ্ন সোনাখুলি ঘোন পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ঐ মসজিদের প্রথম আজান প্রদান কারি ব্যক্তি এলাকার মুরব্বি ১০২ বছর বয়স্ক মো. একাব্বর আলি।
এসময় উপস্থিত ছিলেন,মসজিদ কমিটির সভাপতি মো. শফিকূল ইসলাম ওরফে বাদল চৌধুরী , মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো.আবু সায়েম, সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার সোহেল আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মো.জাহিদুল হাসান জাহিদ, রিপোর্টার্স ইউনিটি ও মসজিদ কমিটির সদস্য মো. জিয়াউর রহমান চৌধুরী জিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির অন্যান্য সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অদ্য মসজিদের ইমাম ও খতিব মো. আরাফাত হুসাইন।