সৈয়দপুরে নিকাহ রেজিষ্টারসহ ৩ জন হাজতে

নর্থবেঙ্গল নিউজ। নীলফামারীর সৈয়দপুরে জাল কাবিননামা করার অভিযোগে এক ব্যক্তির দায়ের করা মামলায় এক মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্টার (কাজী) সহ তিনজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার জামিনের জন্য আদলতে হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।
কাজী হাফেজ মাওলানা মোঃ সাইদুল ইসলাম পৌর এলাকার ১০ ও ১১ নং ওয়ার্ড এলাকার নিকাহ ও তালাক রেজিস্টার। মামলার অপর দুই আসামী হলেন উপজেলার কদমতলী গ্রামের মৃত. কলিম উদ্দিনের ছেলে আব্দুস সালাম ও তার মেয়ে মোছাঃ শাহিনুর খাতুন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসের ২১ তারিখে উপজেলা নিয়ামতপুর জুম্মাপাড়ার মৃত. জমির উদ্দিনের ছেলে আব্দুল কাদের জিলানীর সাথে একই উপজেলার কদমতলী গ্রামের আব্দুস সালামের মেয়ে মোছাঃ শাহিনুর খাতুনের বিয়ে হয়। কিন্ত পরবর্তীতে পারিবারিক সমস্যার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হলে শাহিনুর খাতুন তার বাবার বাড়িতে যান।
এরপর পূর্বের ৩ লাখ ২ শত ৫১ টাকার একটি কাবিননামা থাকা সত্বেও ৭ লাখ ২ শত ৫১ টাকার একটি জাল কাবিননামা পাঠিয়ে সেই টাকা কাদেরের কাছে দাবি করেন শাহিনুর খাতুন। সেই জাল কাবিননামা তৈরির অভিযোগ ওঠে রেজিস্টার কাজী সাইদুল ইসলামের বিরুদ্ধে।
এর প্রেক্ষিতে আব্দুল কাদের আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার জামিন নিতে গেলে বিচারক ওই তিনজনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জি.আর মামলাটির কাগজ আদালত থেকে সৈয়দপুর থানায় পাঠানো হয়েছে।