সৈয়দপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক শ্রমিকের মৃত্যু

0

ছবি সংগৃহিত

নর্থবেঙ্গল নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সেপটিক ট্যাংকে নেমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) দুপর ১২টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নির্মাণ শ্রমিক একই ইউনিয়নের কিসামত পাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ কালু (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর বাস টার্মিনালের কুলি আব্দুস সাত্তারের বাড়িতে প্রায় ১৫দিন আগে নতুন ল্যাট্টিনের সেপটিক ট্যাংকির সাটারিং করে ঢালাই দেওয়া হয়। সেই সাটারিং খুলতে নির্মাণ শ্রমিক মোহাম্মদ কালু নীচে নামেন।

বিষাক্ত গ্যাসের কারণে সে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হতে পারে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.