সৈয়দপুরে স্বীকৃত শহীদের নামে সড়ক বিকৃত ভাবে প্রচার
মো.জাহিদুল হাসান জাহিদ- স্বাধীনতার সংগ্রামে শিক্ষক,চিকিৎসক, ছাত্র,জনতা জীবন দিয়ে দেশের জন্য শহীদ হয়েছে।ওইসব শহীদের নামে রাখা সড়ক গুলো বিকৃত ভাবে প্রচার করা সহ স্বীকৃতি নাই এমন বির্তকিত ব্যক্তিদের নামে সড়ক বা মোড়ের নাম প্রচার নিয়ে নীলফামারীর সৈয়দপুরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
জানাযায়,সর্বজনীন শ্রদ্ধেয় ব্যক্তির নামে প্রতিটি শহরে সড়ক বা মোড়ের নামকরণ করা হয়।দেশের জন্য বিশেষ অবদান রাখার ফলে তাদের সম্মানে সড়কের নামকরণ করে থাকে পৌরসভা ও সিটি কর্পোরেশন।কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে, তারা শহীদের নাম বাদ দিয়ে বা শহীদের নাম বিকৃত করে বিল বোর্ড ও ব্যানার বা মাইকে প্রচার করে। স্বীকৃত নয় এমন ব্যক্তিকদের নামে সড়কের মোড়ের নাম করণের দৃষ্টান্তও দেখাযায়।অনেকে বুঝে বা না বুঝে সড়কের সঠিক নাম না ব্যবহার করে অন্য ব্যক্তি বা শব্দ ব্যবহার করে থাকে।যার কোন প্রতিষ্ঠানিক স্বীকৃতি বা স্হানীয় প্রশাসনেরও কোন স্বীকৃতি নাই।এসব দেখার দায় দায়িত্ব সিটি কর্পোরেশন ও পৌরসভার।যেমন স্বীকৃত নাম বঙ্গবন্ধু সড়ক তার স্হলে রংপুর সড়ক।বঙ্গবন্ধু চত্বর তার স্হলে সোহেল রানা বা পাঁচ মাথা মোড় বলা হয়।আবার শহীদ তুলশি রাম সড়ক(টি আর সড়ক) স্বীকৃত নাম এর স্হলে দিনাজপুর সড়ক সাইন বোর্ড ও ব্যানারে লেখা হয়। সুকৌশলে স্বীকৃত শহীদের নাম বিকৃত ভাবে প্রচারের অপপ্রয়াসে নেমেছে একটি পক্ষ।তাদের ইচ্ছায় শহীদের নাম বিকৃতি করা ও বির্তক ব্যক্তির নামে শহরের পাড়া মহল্লার সড়ক ও মোড়ের নাম করা হচ্ছে।শহীদ পরিবারের সদস্যরা এমনটি মনে করে।
শহীদ পরিবারের দাবী,স্বীকৃত শহীদের নাম বিকৃত ভাবে লেখা বা প্রচার করা এবং স্বীকৃতি নাই এমন ব্যক্তিদের নামে সড়ক ও মোড়ের নাম লেখা বা প্রচার করা থেকে বিরত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন তারা।