Published: June 14, 2020

এপেক্স ক্লাব অব সৈয়দপুরের পক্ষ থেকে চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান


নর্থবেঙ্গলনিউজ, নিউজ, ডেস্ক রিপোর্ট-সেবাই হোক জীবনের পথ…আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের পক্ষ হতে করোনা চিকিৎসা সুরক্ষা সামগ্রী  নীলফামারী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে হস্তান্তর করেছে এপেক্স ক্লাব অব সৈয়দপুর।

১৩জুন নীলফামারী জেলা সিভিল সার্জন কার্যালয় ওই চিকিৎসা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

নীলফামারী জেলা সিভিল সার্জন জনাব রনজিৎ কুমার বর্মনের হাতে চিকিৎসা সুরক্ষা সামগ্রী তুলে দেয় এপেক্স ক্লাব অব সৈয়দপুরের নেতৃবৃন্দ।

এইসময় উপস্থিত ছিলেন,জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার  জনাব আব্দুল কাদের, এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর প্রসিডেন্ট এপে: মো নুর ইসলাম, সেক্রেটারী মো: মাজহারুল ইসলাম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট জি.এম কামরুল হাসান, স্বনামধন্য এডভোকেট আবু মো: সোয়েম এবং ডা: মো: নুরুল আজম।

নীলফামারীতে  এপেক্স বাংলাদেশের  নতুন ক্লাব গঠন করতে ভুমিকা রাখছেন এডভোকেট জনাব  আবু মো: সোয়েম, ডা: মো: নুরুল আজম এবং মো: আব্দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *